হামাসের মুখপাত্র জিহাদ তাহা গতকাল (মঙ্গলবার) গাজায় প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
নেতানিয়াহু সম্প্রতি এক বক্তব্যে সৌদি আরবের সঙ্গে ইসরাইলের কথিত সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্য চুক্তিকে ‘একটি বিশেষ এবং ঐতিহাসিক ঘটনা’ বলে অভিহিত করেন।
এর প্রতিক্রিয়ায় তাহা বলেন, “কথিত শান্তি আলোচনা কিংবা দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া মরিচীকা ও প্রতারণা ছাড়া আর কিছু নয়। ফিলিস্তিনিদের আরো বেশি ভূমি জবরদখল করে অবৈধ ইহুদি বসতি স্থাপনের লক্ষ্যে কালক্ষেপণ করার জন্য এই প্রতারণার আশ্রয় নেয়া হচ্ছে।”
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না বলে নেতানিয়াহু সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে হামাসের মুখপাত্র বলেন, এর মাধ্যমে নিজের বর্ণবাদী ও ফ্যাসিবাদী চরিত্র আবার সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে তেল আবিব। তিনি ইসরাইল সরকারকে বয়কট করতে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধযজ্ঞ আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করতে ‘কার্যকর পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানান।#
342/